কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতে ৩০টি গাড়ীর বিরুদ্ধে মামলা, ৩০ হাজার টাকা জরিমানা

NewsDetails_01

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শুক্রবার ৩০টি মোটরসাইকেল এবং সিএনজি বিরুদ্ধে মোটরযান আইনে মামলা করা হয়। অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম কাপ্তাই সড়কের ওয়াগ্গা বিজিবি জোন এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। কাপ্তাই থানা পুলিশ,১৯ বিজিবি এবং ১০ আনসার ব্যাটালিয়ন এর সদস্যরা এই অভিযানে নির্বাহী কর্মকর্তাকে সহায়তা করেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান, মটর যান অধ্যাদেশ ১৯৮৩ সালের ১৩৮ ধারায় লাইসেন্স বিহীন গাড়ী / মটর বাইক চালানোর অপরাধে এই জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন