কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে বক্তারা : হাতির বাসযোগ্য আবাসস্থল গড়ে তুলুন

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিশ্ব হাতি দিবসে বক্তারা
হাতি ও মানুষ প্রকৃতির বন্ধু,তাই হাতির আবাসস্থল ধ্বংস না করে হাতির বাসযোগ্য বন গড়ে তুলুন,তবে হাতি কখনোও বন ছেড়ে লোকালয়ে হানা দিবে না। আজ শনিবার বিশ্ব হাতি দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বক্তারা একথা বলেন। পার্বত্য চট্রগ্রাম দক্ষিন বন বিভাগের আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম।
কাপ্তাই পাল্পউড বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, কাপ্তাই সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই নৌ বাহিনী স্কুলের প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম। এর আগে একটি র‌্যালি কাপ্তাই সড়ক প্রদক্ষিন করে।

আরও পড়ুন