সরকারের উন্নয়ন মূলক কার্যক্রম জনগণের দোরগোড়াই পৌঁছে দিতে হবে: রাঙামাটির জেলা প্রশাসক

NewsDetails_01

উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি নিয়ে আলোচনা সভায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান
সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। আমরা যারা সরকারি চাকুরী করি সকলেই কর্মচারী। জনগণের সুখ-দুঃখের কথা শুনার জন্য সরকার আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন,তাই সরকারের উন্নয়ন মূলক সকল কার্যক্রম জনগণের দোরগোড়াই পৌঁছে দিতে হবে। রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আজ বুধবার সকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানসম্মত শিক্ষা ও দূর্নীতি দমনসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি নিয়ে আলোচনা সভায় একথা বলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন, জাতীর উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নাই, তাই শিক্ষার হার বাড়াতে হলে শিক্ষার বিপ্লব ঘটাতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমানের সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ম্যাজিষ্ট্রেট সৌরভ বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইসুইউ মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লাঅং মারমা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ এস.এম. মাহাবুবুল আলম।
গণশুনানীতে বক্তব্য রাখেন হেডম্যান দ্বীপময় তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার মানষ মুকুল চাকমা, কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, এমপি প্রতিনিধি সুভাস চন্দ্র তঞ্চঙ্গ্যা, মহিলা এমপি প্রতিনিধি লংবতি ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা, সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, ইউপি চেয়ারম্যান শুশান্ত প্রসাদ তঞ্চঙ্গ্যা, উথান মারমা, ঞোমং মারমা, কারবারী মেচিং মারমা, ইউপি সদস্যা সরস্বতী ত্রিপুরা, ইসলামপুর সরকারি প্রাঃ বিদ্যালয় সভাপতি হারাধন কর্মকার, রাজস্থলী হরি মন্দিরের পৌরহিত দীলিপ ভট্টাচার্য্য প্রমুখ।
রাঙামাটি জেলা প্রশাসক আলোচনা সভার পূর্বে রাজস্থলী থানা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উপজেলা একটি বাড়ী একটি খামার প্রকল্প এবং উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন কাজ পরিদর্শন করেন।

আরও পড়ুন