সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প কাপ্তাই উপজেলা কমিটির সমন্বয় সভা

NewsDetails_01

সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প কাপ্তাই উপজেলা কমিটির সমন্বয় সভা
পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা সমন্বয় কমিটির সভা আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপ প্রকল্প সংগঠক মরজু মানস ত্রিপুরার সঞ্চালনায় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম সহ উপজেলার ৫ টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সিনিয়ার পাড়া কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, প্রান্তিক গ্রামীণ পর্যায়ে জ্ঞান অর্জনের প্রথম সোপান পাড়া কেন্দ্রের মাধ্যমে শুভ সুচনায় এই অঞ্চলের শতভাগ শিক্ষার আলো ছড়িয়ে দেবার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে এবং পাড়া কেন্দ্রে সামাজিক বিভিন্ন কার্যক্রমে সরকারি দারিদ্র বিমোচন ও সরকারি নিরাপত্তা মূলক কর্মসুচী বাস্তবায়নের মধ্য দিয়ে পাড়া কেন্দ্রকে প্রানের কেন্দ্র হিসাবে গড়ে তুলতে হবে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বলেন, শিক্ষার প্রসারের পাশাপাশি প্রশাসনিক বিকেন্দ্রীকরণে পাড়া কেন্দ্র অগ্রণী ভূমিকা রাখছে।

আরও পড়ুন