রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ৩৫

NewsDetails_01

রাঙামাটিতে পাহাড় ধস
কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড় ধসে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে পার্বত্য জেলা রাঙামাটিতে। জেলা শহর ও তিন উপজেলায় ৩৫ জনের লাশ উদ্ধারের খবর জানিয়েছেন জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান।
মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাঙামাটি শহর ও মানিকছড়িতে ১৯ জন, কাউখালী উপজেলায় ৯ জন, কাপ্তাইয়ে পাঁচজন এবং বিলাইছড়ি উপজেলায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মানিকছড়িতে একটি সেনা ক্যাম্পের কাছে পাহাড় ধসের ঘটনায় নিহত হয়েছেন দুই কর্মকর্তাসহ চার সেনা সদস্য।
এছাড়া রাঙামাটি শহরের ভেদভেদি, মোনতলা, রাঙ্গাপানি, শিমুলতলি, সদর উপজেলার মগবান ইউনিয়ানসহ বিভিন্ন স্থানে পাহাড় ধসে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে সদর উপজেলার চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা। পাহাড় ধসের কারণে চট্টগ্রাম-রাঙামাটি সড়কসহ বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে সোমবার রাত থেকে। রাঙামাটি শহরের অধিকাংশ স্থানে ভোর থেকে বিদ্যুৎ নেই।
রাঙামাটি আবহওয়া অফিসের কর্মকর্তা সুচরিতা চাকমা জানান, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে দেশে সর্বোচ্চ ৩৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন