রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২য় পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

NewsDetails_01

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বোর্ড সভা অনুষ্ঠিত
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড “পরিচালনা বোর্ড” এর ২০১৭-১৮ অর্থ বছরের ২য় সভা বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নব বিক্রম কিশোর ত্রিপুরা’র এনডিসি সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গত ১৮ জুলাইয়ে অনুষ্ঠিত পরিচালনা বোর্ড ১ম সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ২০১৭-১৮ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের সেপ্টেম্বর ২০১৭ খ্রিঃ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং বিবিধ আলোচনা।
সভায় নব বিক্রম কিশোর ত্রিপুরা ২০১৭-১৮ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন কাজের তদারকী বাড়ানো মাধ্যমে পূর্ববর্তী বছরের চেয়েও অধিকতর ভালো করার জন্য বোর্ডের সংশ্লিষ্ট সকলকে নিদের্শ দেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় প্রতি বছর ১৮ অক্টোবর খ্রি. তারিখে শেখ রাসেল এর জন্মবার্ষিকী স্মরণের রাঙ্গামাটি পার্বত্য জেলায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে বোর্ড সভা সিদ্ধান্ত গৃহীত হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৭-১৮ অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে উন্নয়নমূলক কাজের অগ্রগতিসহ বোর্ডের নতুন প্রকল্প “পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মসূচী হিসাবে উন্নত জাতের বাঁশ উৎপাদন” শীর্ষক প্রকল্পের সার্বিক বিষয়ের তিনি অবগত হন। দীর্ঘমেয়াদী প্রকল্প সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প-৩য় পর্যায় এর আওতায় ৪০০০ তম পাড়াকেন্দ্রটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী নভেম্বর মাসে শেষের দিকে উদ্বোধন করা কথা রয়েছে মর্মে তিনি বোর্ড সভায় উপস্থিত সকলকে অবহিত করেন।
এ সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ (যুগ্ম-সচিব), বোর্ডের সদস্য-অর্থ শাহীনুল ইসলাম (যুগ্ম-সচিব), সদস্য-বাস্তবায়ন মো: মনজুরুল আলম (যুগ্ম-সচিব), পার্বত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুদত্ত চাকমা, বোর্ডের সদস্য-পরিকল্পনা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য-প্রশাসন আশীষ কুমার বড়ুয়া, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, রাঙ্গামাটির জেলা প্রশাসক মাহাম্মদ মানজারুল মান্নান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর প্রতিনিধি মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: শহীদুল আলম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদ এর প্রতিনিধি মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: নুরুজ্জামান, বোর্ডের আইসিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন, বোর্ডের নির্বাহী প্রকৌশলীগণ এবং উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান ব্যবস্থাপনা কমিটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) পুষ্প স্মৃতি চাকমাসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন