রাঙামাটিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরণ

NewsDetails_01

ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ অন্যান্যরা
ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে রাঙামটি জেলা প্রশাসন। শনিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন প্রাঙ্গনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য দীপংকার তালুকদার,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, পৌরমেয়র আকবর হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সুমনী আক্তার।
এদিন রাঙামাটিতে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্থ ১২০ জনের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এরমধ্যে ২০ জনকে এক বান্ডেল করে টিন ও নগদ ৩ হাজার টাকা এবং বাকী ১০০ জনকে ২০ কেজি করে চাল ও ৫ শত টাকা করে প্রদান করা হয়।

আরও পড়ুন