রাঙামাটিতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা : অন্যায়ের প্রতিবাদে সাংষ্কৃতিক আন্দোলনের বিকল্প নেই

NewsDetails_01

রাঙামাটি পৌর মিলনায়তনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
অন্যায়ের প্রতিবাদে সাংষ্কৃতিক আন্দোলনের বিকল্প নেই। ‘যে মানুষ দেশকে ভালোবাসে সে কখনো খারাপ কাজ করতে পারে না, স্বাধীনতার আগে থেকে উদীচী দরিদ্র, নির্যাতিত, নিপীড়িত মানুষের কথা বলে আসছে। সাধারণ মানুষের মননে উদীচী দেশের প্রতি ভালোবাসা তৈরি করে যাচ্ছে।’ শুক্রবার বিকালে রাঙামাটি পৌর মিলনায়তনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
উদীচী শিল্পীগোষ্ঠীর বিভিন্ন শাখার শিল্পীরা গণসংগীত ও নৃত্য পরিবেশন করেন
‘চলছি তো অবিরাম মানুষের মিছিলে, লড়ছি তো মুক্তির শপথে’ এই শ্লোগানকে সামনে রেখে জেলা উদীচী’র সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, রাঙামাটির পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, রাঙামাটি জেলা সিপিবির সভাপতি সমীর দে,জেলা যুব ইউনিয়নের সভাপতি এম জিসান বখতেয়ার ও উদীচীর সা: সম্পাদক বিজয় ধর,সাংগঠনিক সম্পাদক কালায়ণ চাকমা প্রমুখ।
বক্তারা বলেন,‘উদীচী শিল্পীগোষ্ঠী আছে, থাকবে, গণমানুষের কথা বলে যাবে’ উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তারা আরও বলেন, সাংষ্কৃতিক আন্দোলনকে আরো সক্রিয় করতে হবে।, আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে উদীচী শিল্পীগোষ্ঠীর বিভিন্ন শাখার শিল্পীরা গণসংগীত ও নৃত্য পরিবেশন করেন।

আরও পড়ুন