বাংলাদেশ নৌবাহিনী স্কুল কাপ্তাই এর বার্ষিক পরিদর্শন

NewsDetails_01

বাংলাদেশ নৌবাহিনী স্কুল কাপ্তাই এর বার্ষিক পরিদর্শন ২০১৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান
বাংলাদেশ নৌবাহিনী স্কুল কাপ্তাই এর বার্ষিক পরিদর্শন ২০১৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান
বাংলাদেশ নৌবাহিনী স্কুল কাপ্তাই এর বার্ষিক পরিদর্শন ২০১৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অাজ বাংলাদেশ নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটিতে অনুষ্ঠিত হয়। নৌবাহিনীর নৌ শিক্ষা পরিদপ্তরের পরিচালক ক্যাপ্টেন এম শরিফ উদ্দিন ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এই সময় বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এস এম মনিরুজ্জামান,স্কুলের অধ্যক্ষ ইন্সট্রাকটর কমান্ডার রুহুল অামিন সরকার,প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর অালমসহ ঘাঁটির পদস্ত কর্মকর্তা,অভিভাবক এবং ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। এই বছর মাধ্যমিক শাখায় মোঃ মাহাফুজল হক প্রাথমিক শাখায় ফারহানা অাক্তার চৌধুরী শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন। সবশেষে যারিন এবং অালীর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, কৌতুক, এবং গান পরিবেশন করেন অন্যানা, জুলি, অরিত্রি, প্রার্থনা, প্রজ্ঞা, সোমা,তাহিয়া এনাম, পুষ্পিতা, ঐন্দ্রিলা,অদিতি,এথিনা,ঈষ্পিতা,শাওন,স্বরাজ,শ্রাবন্তী। যন্ত্রসংগীতে ঝুলন দত্ত,অভিজিৎ দাশ কিষান,অর্ণব মল্লিক এবং অনুষ্ঠান সহোযোগীতায় ছিলেন শিক্ষিকা হাসিনা ফেরদৌসি ও সাথী খাতুন।

আরও পড়ুন