বর্ণাঢ্য শোভাযাত্রায় রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

NewsDetails_01

মোটর শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবের মধ্য দিয়ে রাঙামাটিতে আজ বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে এক মোটর শোভাযাত্রা বের করা হয় রাঙামাটি শহরে। শোভাযাত্রাটি রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিষ্টিটিউট থেকে শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনার গিয়ে শেষ হয়।
রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়নে উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে রাঙামাটি জেলা পরিষদ, স্থানীয় পর্যটন কর্পোরেশন এবং আবাসিক হোটেল মালিকদের যৌথ প্রয়াসে পালিত হয় দিবসটি। পরে জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল ও রাঙ্গামাটি পর্যটন ব্যবস্থাপক আলো বিকাশ চাকমা, সিভিল সার্জন ¯েœহ কান্তি চাকমা প্রমুখ।

আরও পড়ুন