নারীর ক্ষমতায়নে কার্বারীদের ভূমিকা অপরিসীম: কাপ্তাইয়ের ইউএনও

NewsDetails_01

কাপ্তাই উপজেলার ওয়াগ্গা সাফছড়ি হিল ফ্লাওয়ার অফিসে কার্বারীদের সাথে মত বিনিময় সভা
বাল্যবিবাহ রোধ, যৌতুক প্রথা বন্ধ এবং নারীর ক্ষমতায়নে সমাজের কার্বারীরা অপরিসীম ভূমিকা রাখতে পারে। এছাড়া রাজস্ব আদায় এবং অভ্যন্তরিন আইনশৃংখলা রক্ষায় কার্বারীরা স্থানীয় প্রশাসনকে সহায়তা করলে সমাজ থেকে এই সব প্রথা দূর হয়ে যাবে। আজ বুধবার রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা সাফছড়ি হিল ফ্লাওয়ার অফিসে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের আয়োজনে উপরোক্ত বিষয়ে কার্বারীদের সাথে মত বিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম একথা বলেন।
৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তংচংগ্যার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের উপ পরিচালক ডা: প্রবীর খিয়াং,হিল ফ্লাওয়ারের নির্বাহী পরিচালক ডা: নীলু কুমার তংচংগ্যা এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তংচংগ্যা। মতবিনিময় সভায় ওয়াগ্গা মৌজার সকল কার্বারীরা অংশ নেন।।

আরও পড়ুন