গ্রাম পুলিশদের দায়িত্ব সম্পর্কে আরোও দায়িত্বশীল হতে হবে : কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা

NewsDetails_01

কাপ্তাই উপজেলা চত্ত্বরে গ্রাম পুলিশদের মাসিক প্যারেডে সালাম গ্রহন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম
গ্রাম পুলিশদের বাল্যবিবাহ,আইনশৃংখলা রক্ষা,অভ্যন্তরিন সম্পদ রক্ষা, যৌতুক প্রথা,সামাজিক উন্নয়নে আরোও বেশী দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। মনে রাখতে হবে গ্রাম পুলিশরা আইনশৃংখলা বাহিনীর একটি অংশ। সমাজের কোন অসংগতি দেখলে তারা সাথে সাথে প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরকে অবহিত করবেন। কেউ যদি তার উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাদের নিয়োগ বাতিল করে অন্য কাউকে নিয়োগ করা হবে।
আজ রবিবার রাঙামাটির কাপ্তাই উপজেলা চত্ত্বরে গ্রাম পুলিশদের মাসিক প্যারেডে সালাম গ্রহনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম একথা বলেন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম এবং চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের উপ- পরিচালক ডা: প্রবীর খিয়াং উপস্থিত ছিলেন। এবার গ্রাম পুলিশদের মাসিক প্যারেড পরিচালনা করেন কাপ্তাই থানার উপ পরিদর্শক নজরুল ইসলাম।

আরও পড়ুন