কাল চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা: এস এম চৌধুরীর ৬ষ্ট মৃত্যু বার্ষিকী

NewsDetails_01

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা: এস এম চৌধুরী
সমাজসেবায় অবদানে আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত, সাউথ এশিয়ান কাউন্সিল অফ চার্চ এর সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সাবেক প্রেসিডেন্ট, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান ও কুষ্ঠ হাসপাতালের প্রাক্তন প্রতিষ্টাতা পরিচালক, তিন পার্বত্য জেলার স্বাস্থ্য সেবার পথ প্রদর্শক, মানবাধিকার নেতা, সফল ক্রীড়া সংগঠক ,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ডাক্তার এস এম চৌধুরীর ৬ষ্ট মৃত্যু বার্ষিকী কাল মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।
মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে রাঙামাটির চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালসহ চট্টগ্রাম ও পার্বত্যাঞ্চলের বিভিন্ন সামাজিক সংগঠন গুলো কর্মসূচি গ্রহন করেছে। গত ২০১১ সালের ৩১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় ভারতের ভেলোরে খ্রীষ্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৫ বছর বয়সে বরণ্য এ ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পূর্বে তিনি একাধারে ৩০ বছর চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল ও কুষ্ঠ হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করেন। মৃত্যুর পর তাকে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল সংলগ্ন তার বাসার নিজস্ব গীর্জায় সমাহিত করা হয়।

আরও পড়ুন