ইউপিডিএফের ডাকে রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ পালিত

NewsDetails_01

রাঙামাটির লংগদুতে গত শুক্রবার পাহাড়ি গ্রামে হামলার প্রতিবাদে পাহাড়িদের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ডাকে রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ পালন করা হয়েছে।
অবরোধের কারনে সোমবার সকাল থেকে রাঙামাটি থেকে দুরপাল্লার সকল ধরনের যান বাহন চলাচল বন্ধ থাকে। শহরের অভ্যন্তরীন চলাচলের মাধ্যম অটোরিক্সাও চলাচল করেনি। অপরদিকে, রাঙামাটির নৌযান চলাচল ও বন্ধ ছিলো। এদিকে, অবরোধকে কেন্দ্র করে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাঙামাটিতে পর্যাপ্ত পরিমান পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
শনিবার (০৩ জুন) রাতে সংবাদ মাধ্যমে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাহাড়িদের বসতঘরে অগ্নিসংযোগ, লুটপাট এর প্রতিবাদে ৫ জুন সোমবার ভোর পাঁচটা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধ কর্মসুচী পালনের ডাক দেয় ইউপিডিএফ।

আরও পড়ুন