বঙ্গবন্ধুর ৯৮ তম জন্ম দিবসে শিশু-কিশোরদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা

NewsDetails_01

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম দিন জাতীয় শিশু-কিশোর দিবস উদযাপন উপলক্ষ্যে বান্দরবানে আয়োজন করা হয়েছে শিশু-কিশোরদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ।
বৃহস্পতিবার সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় মিলানায়তনে বান্দরবান শহর ছাত্রলীগের উদ্যোগে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
শহর ছাত্রলীগের আহ্বায়ক মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পৌর মেয়র ইসলাম বেবী । বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাস, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অনিল কান্তি দাশ, ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ, সাধারন-সম্পাদক জনি সুশীল , পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আশিষ বড়ুয়া, জসিম উদ্দিন সহ আরো অনেকে ।
রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় জেলার ৩২টি বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন । পরে প্রধান অতিথি রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরস্কার তুলে দেন । অনুষ্ঠানে সঞ্চালনা করেন কাজী আশরাফ হোসেন আশু ।

আরও পড়ুন