“জেরী আমাকে রাজাকার বলে,আসল রাজাকার তারাই” নাইক্ষ্যংছড়িতে মাম্যাচিং

NewsDetails_01

বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং
বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং

আমার দলের একটি শ্রেণী জেলা বিএনপির নেতা সা চিং প্রু জেরী এখন উল্টা আমাকে রাজাকার বলে আসলে মূলত, আসল রাজাকার তারাই। শনিবার বিকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমাবেশে একথা বলেন বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং।
নাইক্ষ্যংছড়ির জেলা পরিষদ বাংলোতে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং। নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপিরসহ সভাপতি সোলাইমান সওদাগর এর সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ,প্রচার সম্পাদক জসিম উদ্দিন,ছাত্র বিষয়ক সম্পাদক জাবেদ রেজা,জেলা যুবদল নেতা নুরুল ইসলাম, আহব্বায়ক আবু বক্কর,জেলা ছাত্রদল সভাপতি সাবেকুর রহমান জুয়েল,আলী হায়দার বাবলুসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাইক্ষ্যংছড়িতে বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজা
নাইক্ষ্যংছড়িতে বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজা
সভায় উপজেলা বিএনপির সহ সভাপতি ফারুক আহাম্মদ, বিএনপি নেতা আরিফ উল্লাহ ছুট্টু, যুবদল নেতা জহির উদ্দিন, ছাত্রদল সভাপতি আবু সুফিয়ান চৌ, সাধারণ সম্পাদক আবু কায়সার, সহ সভাপতি খোকন আকবর বক্তব্য রাখেন।
মাম্যাচিং তার বক্তব্যে আরো বলেন,সরকারের শান্তিচুক্তি বিরোধী লং মার্চ আমার নেতৃত্বে হয়েছিল। সকল জাতী গোষ্ঠীর অধিকার আদায়ে বাংলাদেশী জাতীয়তাবাদ এর হাত শক্তিশালী করতে হবে।
এদিকে সমাবেশে উপজেলা বিএনপির বর্তমান সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত হয়নি । দলীয় সুত্রে জানা গেছে দলের একটি অংশ বয়কট করেছেন আজকের কর্মী সমাবেশ।

আরও পড়ুন