কাপ্তাইয়ে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

NewsDetails_01

কাপ্তাইয়ে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা হয়
কেক কাটা, মিষ্টি বিতরন এবং বর্তমান ও সাবেক নেতা কর্মীদের মিলন মেলার মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলায় উদযাপিত হলো বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এই উপলক্ষে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ রাত ১২.০১ মিনিটে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কেককাটার মধ্য দিয়ে উদযাপন করে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন। ছাত্রলীগের প্রাক্তন নেতা চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়রুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক এর আর লিমন সহ ছাত্রলীগের প্রাক্তন এবং বর্তমান নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ উপমহাদেশের প্রাচীন ছাত্র সংগঠন। এই সংগঠনের সদস্য হওয়া মানে গৌরবের। বায়ান্নর ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, শিক্ষা আন্দোলন, ছয় দফা আন্দোলনে ছাত্রলীগ অবিস্মরণীয় অবদান রাখে। এরপর উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ,স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৮৩ সালের শিক্ষা আন্দোলন,স্বৈরাচার বিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের এই ছাত্রলীগ।

আরও পড়ুন