লামায় উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে বিএনপির একাংশের সংবাদ সম্মেলন

NewsDetails_01

লামায় সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে বিএনপির একাংশের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি নেতা আমির হোসেন
বান্দরবানের লামা উপজেলায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠানে অসম্পূর্ণ আংশিক কমিটি নামধারী মাম্যাচিং ও জাবেদ রেজা কর্তৃক সাম্প্রদায়িক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক থোয়াইনু অং চৌধুরী, উপজেলা মহিলা দলের সভাপতি জোসনা বেগম, পৌর মহিলা দলের সভাপতি শারাবান তহুরা, পৌর বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রফিক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হারুনর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, কৃষকদলের সভাপতি এজিএম সালাহ উদ্দিন জাফর, পৌর ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম তুহিন, ছাত্রদল নেতা বাবু মং মার্মা, পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুুরুল আবচার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেন বলেন, বৃহস্পতিবার দুুপুরে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় নামে খ্যাত জেলা পরিষদ গেষ্ট হাউজের দ্বিতীয় তলায় বিএনপির তথা কথিত অসম্পূর্ণ- আংশিক কমিটির নামধারী মাম্যাচিং ও জাবেদ রেজা পুলিশি পাহারায় একটি সভা করেন। সভায় সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে জাতি বিভক্তি সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্র্রীতি নষ্ট করেন তারা। তাছাড়া মিথ্যা, ভিত্তিহীন বক্তব্য রেখে বিএনপির নেতাকর্মীকে বিভক্ত করার চেষ্টা করেন। অথচ সভায় আওয়ামী লীগ বিরোধী কোন মন্তব্যই করেননি তারা।
তারা আরো বলেন, অনুষ্ঠানে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ কর্মীদের দেখা গেছে। মূলত বান্দরবান জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরীর নেতৃত্বে জেলায় সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীকে বানচাল করার জন্য সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিএনপিকে সদস্য সংগ্রহে সংশয় সৃষ্টি করছে মাত্র।
আমির হোসেন আরও বলেন, উপজেলা নির্বাচনের পূর্বে প্রায় ৫শ বাঙ্গালী ও উপজাতি নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মতামতের ভিত্তিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক থোয়াইনু অং চৌধুরীকে প্রার্থী নির্বাচন করা হয়েছিল। সাচিং প্রু জেরী একার সিদ্ধান্তে নয় বলেও দাবী করেন তিনি।

আরও পড়ুন