নারীর উন্নয়নের জন্য কাজ করছে সরকার : বীর বাহাদুর

NewsDetails_01

বর্তমান সরকার নারীর উন্নয়নের জন্য আশ্রয়ন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিনা পয়সায় বই বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে তা বাস্তবায়ন করছে । নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।

বৃহস্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি নিজ বাসভবনে সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন ।

NewsDetails_03

এই সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাশরুল হোসেন ভুঁইয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল দাশ সহ বিভিন্ন সংগঠনের নারীরা ।

প্রতিমন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, যোগাযোগ ব্যবস্থার অনুন্নত হওয়ার কারণে পাহাড়ের দূর্গম এলাকাগুলোতে ফলের বাগান করলেও ফল বিক্রি করার সমস্যা অনেক । তাই এসব এলাকায় তেজপাতা, এলাচির মত দামি জিনিসের বাগান করার জন্য চারা বিতরণ করার চিন্তা করছে মন্ত্রণালয় । এছাড়াও তিনি বান্দরবানকে ভিক্ষুক মুক্ত করা হবে বলে ঘোষণা দেন ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নিজেদের সার্বিক উন্নয়নের জন্য ৩৩ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় ।

আরও পড়ুন