নানা আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

NewsDetails_01

জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বান্দরবানে সমাবেশ অনুষ্টিত হয়েছে। বুধবার বিকেলে দিবসটি শহরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুধাংশু বিমল চক্রবর্তী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো:শফিকুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন চৌধুরী বাবর,জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, সাধারন সম্পাদক জনি সুশীল সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
এদিকে, খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে জেলা সদরের কদমতলী এলাকার কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো। পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমার্ল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রণবিক্রম ত্রিপুরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে আওয়ামীলীগ সরকারের প্রয়োজন। বিএনপি জামায়াতরা ক্ষমতায় আসলে দেশে অরাজকতা শুরু হবে। জনগণের কাঙ্কিত উন্নত বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
এসময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মংক্যচিং মারমা, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার চাকমা, সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন সহ জেলা, উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন