পাহাড়ের হাসি-কান্না’র মাঝেই যিনি নিজের অস্তিত্ব অনুভব করেন; পাহড়ের সুখ-দু:খের সাথেই যিনি গড়েছেন আত্মার বন্ধন। হারিয়ে যেতে যেতে কোন রকমে অস্তিত্ব ধরে রাখা পাহাড়ের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য সমূহ সংগ্রহ-সংরক্ষণ, সুস্থ চর্চা ও এর বিকাশের পরিবেশ ভাবনা যাকে তাড়িত করে, পাহাড়ে স্বপ্ন-সম্ভাবনা ছড়িয়ে যিনি অনেক দূরপথ পেরিয়ে এসেছেন…সীমাবদ্ধতার গন্ডিতেও জীবনমুখী কিছু প্রয়াস মানবিক টান থেকেই যিনি নিয়ত অনুভব করেন তিনি…. ফেবিয়ান বি. গোমেজ। পাহাড়ের আদিবাসী ও আদিবাসী বান্ধব অনািদবাসীদের যৌথ প্লাটফর্ম “জুমঘর ফাউন্ডেশন” এর চেয়ারম্যান তিনি। আমাদের মহান মুক্তি সংগ্রামের ঘটনাবহুল সময়ের নিরব সাক্ষী আলোকচিত্রী নীতিশ রায়ের দীর্ঘশ্বাস হয়ে ফিরে আসা কষ্টগাঁথা লিখেছেন, ফেবিয়ান বি. গোমেজ।
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত আলোকচিত্রী নীতিশ রায় ভীষণ অসুস্থ আছেন। বার্ধক্যজণিত বিভিন্ন রোগে বেশ কয়েকমাস যাবত তিনি বিছানায় শয্যাশায়ী। কারো সঙ্গে কথা বলছেন না ইদানিং। তাঁর বিখ্যাত সব আলোকচিত্রগুলো কোথায় আছে তাও এখন আর ঠিকমতো মনে করতে পারছেন না। তাঁর ভাইঝি জানিয়েছেন যে, তিনি এখন তাঁর সব ছবি শেষ ইচ্ছা হিসেবে মুক্তিযুদ্ধ যাদুঘরে দিয়ে যেতে চান।
আলোকচিত্রী নীতিশ রায়
নীতিশ রায় এর আঁকা বিখ্যাত ছবি ‘তৃষ্ণা’।
ধন্যবাদ জানাচ্ছি পাহাড়বার্তাকে- বিশেষভাবে আমাদের পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র সুযোগ্য এপিএস জনাব সাদেক হোসেন চেীধুরীকে- আমার পাঠানো সংবাদটি তাঁর সম্পাদিত অনলাইন ‘পাহাড়বার্তা’য় প্রকাশ করার জন্যে। লেখালেখির উৎসাহটা বহুগুণ বেড়ে গেলো। এরপর পাহাড়বার্তায় ধারাবাহিকভাবে প্রকাশের জন্যে পাহাড়ে ভ্রমণের বিচিত্র সব অভিজ্ঞতার কথা নিয়মিতভাবে লিখবো- জানাবো পাহাড়ি মানুষগুলোর বর্ণিল সব সংস্কৃতির কথা, হারিয়ে যাওয়া কৃষ্টি- তথা ঐতিহ্যসমূহের ক্রম-বিলুপ্তির কথা, উঠে আসবে প্রকৃতি-পরিবেশ ও বন্যপ্রাণী বিষয়ক নানান বিষয়। সবশেষে সম্পাদকীয় পরিষদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি।
outstanding motherhood
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।
Site Powered By DigitB