ভালো লাগার সংজ্ঞা কী?

NewsDetails_01

2887db13c12a95e1a6ecf37e09a5fb0a-5804cd5da2b19আবার? কী আবার? প্রথমে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল শিক্ষার্থী রিশা, আর এখন সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বখাটেদের হামলার শিকার হলো। তাদের ভালোবাসার প্রস্তাবে ‘না’ বলার জন্য। এখন কি আমাদের না বলারও অধিকার থাকলো না? যেই সম্পর্কের প্রস্তাব দেবে তাকেই ‘হ্যাঁ’ বলতে হবে, আর ‘না’ হলে মরে যাও? এই কি ভালো লাগা! ভালো লাগা খুব সুন্দর একটি অনুভূতি। কাউকে ভালো লাগতেই পারে। কিন্তু অপর মানুষটিরও একই ভাবে সেই মানুষটিকে ভালো লাগবে, এমন তো কোনও কথা নেই। মেয়েটির অন্য কাউকে ভালো লাগতে পারে, এখনই সম্পর্ক করার পরিকল্পনা নাই থাকতে পারে, তাই বলে তার কি বেঁচে থাকার অধিকার নেই? কি ধরনের শিক্ষা পাচ্ছি আমরা, সুন্দরের ব্যাপারটি কেন আমাদের কাছে কুৎসিত হয়ে যাচ্ছে? শুধু খাদিজা বা রিশা না, এরকম ঘটনা অহরহ আমাদের চারপাশে ঘটছে। হয়তোবা অন্যরা তাদের মতো হামলার শিকার হয়নি। কিন্তু তাদের স্কুল, কলেজ, বাসা এমনকি পরিবর্তন করতে হয়েছে চলাফেরার পথও। এমনই কী ভালো লাগার প্রকাশ- যে সেই মানুষটির জীবন অতিষ্ঠ করে তুলতে হবে? এটা কি ভালো লাগা?
লেখক: শিক্ষার্থী, নবম শ্রেণি, উদয়ন বিদ্যালয়।

আরও পড়ুন