পহেলা বৈশাখে ৫টার পর কোনো অনুষ্ঠান নয়

NewsDetails_01

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
পহেলা বৈশাখে বিকেল ৫টার পর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না। ভুভুজেলা কিংবা বিকট আওয়াজ হয়- এমন কিছু বাজানো যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার বিকালে সচিবালয়ে পহেলা বৈশাখ, ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনের নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

বৈঠকে র্যাব ও আনসারের মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রমনা ও টিএসসি এলাকায় পহেলা বৈশাখ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কোনো ধরনের নাশকতা যাতে না ঘটে সে জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

মন্ত্রী বলেন, বিগত অভিজ্ঞতার আলোকে নিরাপত্তা ব্যবস্থা এবার ঢেলে সাজানো হচ্ছে। মঙ্গল শোভাযাত্রার মাঝপথে কেউ প্রবেশ করতে পারবেন না। এবার শোভাযাত্রায় ইভটিজিংয়ের মতো ঘটনা যাতে না ঘটে সেজন্য ওয়াচ টাওয়ার বসানো হবে। সেখান থেকে নজরদারি করা হবে। এছাড়া বসানো হবে সিসিটিভি ক্যামেরা। সাদা পোশাকে মোতায়েন থাকবে বিপুল সংখ্যক গোয়েন্দা সদস্য। ওই দিন রমনা বটমূল, টিএসসি, রবীন্দ্র সরোবর এলাকায় বিশেষ নিরাপত্তার আওতায় থাকবে।

NewsDetails_03

বৈঠক শেষে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব। গত বছর থেকে সরকার বৈশাখ পালনে চাকরিজীবীদের বোনাস দিচ্ছে। ফলে দিনটি সমস্ত বাঙালির জন্য আনন্দের এবং উৎসবের। এ কারণে দিনটি আমরা নিরাপদ রাখতে চাই।’

মন্ত্রী বলেন, ‘দিবস উপলক্ষে সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে। বিকাল ৫টার পর দেশের কোনো উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না। ঢাবি এলাকায় অনুষ্ঠানসূচি পরিচালনার ক্ষেত্রে সবাই সরকারের নির্দেশ মেনে চলবে।’

মন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখে মোটরসাইকেলে একজনের বেশি আরোহী থাকতে পারবে না।’ স্ত্রীকে মোটরসাইকেলে চড়ানো যাবে কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখে একজন চলাই মঙ্গলজনক। নারীরা পহেলা বৈশাখে ভ্যানিটি ব্যাগ বহন করতে পারবেন। কিন্তু অন্যকোনো ব্যাগ তারা সঙ্গে রাখতে পারবেন না।’

ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও আইপিইউ সম্মেলনের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মক্কা ও মদিনার দু’জন ইমাম আসবেন ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া, আইপিইউ সম্মেলনের কারণে ৬-৭ এপ্রিল পর্যন্ত রাজধানীতে বিদেশি অতিথিরা থাকবেন। আর ৬ তারিখে বিভিন্ন এলাকা থেকে আলেমরা ঢাকায় আসবেন। তাই সড়ক ব্যস্ত থাকবে।’

ওই দিন ডিএমপি’র ট্রাফিক নির্দেশনা মেনে নগরবাসীকে রাস্তা ব্যবহারের অনুরোধ জানান মন্ত্রী।

আরও পড়ুন