সেনাবাহিনী পাহাড়ে সরল ও সাদা মন নিয়ে কাজ করছে

NewsDetails_01

খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময়
খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময়
সেনাবাহিনী পাহাড়ে সরল ও সাদা মন নিয়ে কাজ করছে উল্লেখ করে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স. ম মাহবুব-উল-আলম পাহাড়ের সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষায় সব মহলের সহযোগিতা কামনা করেছে। তিনি আরো বলেন, কারো একার পক্ষে সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষা সম্ভব নয়।

তিনি রোববার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এ কথা বলেন।

NewsDetails_03

মত বিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তরুন কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাধারন সম্পাদক আবু তাহের মুহাম্মদ, বাংলাভিশন‘র খাগড়াছড়ি প্রতিনিধি এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: নুরল আযম, সাধারন সম্পাদক কানন আচার্য্য ও গাজী টিভির খাগড়াছড়ি প্রতিনিধি জসিম উদ্দিন মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় খাগড়াছড়ি রিজিয়নের ষ্টাফ অফিসার মেজর ফেরদৌস হোসেন ভূইয়াসহ রিজিয়নের সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন