পাহাড়ের মানুষ বোঝা নয়,সম্পদ : খাগড়াছড়িতে প্রতিমন্ত্রী বীর বাহাদুর

NewsDetails_01

খাগড়াছড়ির গুইমারায় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিংসহ অন্যরা
পাহাড়ের মানুষ বোঝা নয়, সম্পদ। আর সম্পদ তৈরীতে সকল অভিভাবকদের সচেতন থাকতে হবে। সচেতনতায় আজকের ছাত্রদের ভবিষতে এদেশের সম্পদে রূপান্তরিত করবে। খাগড়াছড়ির গুইমারায় শুক্রবার দুপুরে উৎসব মুখোর পরিবেশে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, সকল অভিভাবকদের ছেলে-মেয়ের প্রতি আরো যত্মবান হতে হবে। সেই সাথে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান জানান। প্রাক্তন শিক্ষার্থীরা ও খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা,গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান,খাগড়াছড়ি জেলা প্রশাসক রাশেদুল ইসলাম,পুলিশ সুপার আলী আহম্মদ খান প্রমূখ।
এতে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মংশেই প্রু চৌধুরী অপু,পার্থ ত্রিপুরা জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া প্রমূখ। এতে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যে প্রু মারমা,পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক ও গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম,হাছফড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী,গুইমারা থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটো প্রমূখ।
বর্ণাঢ্য র‌্যালীতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা আলাদা আলাদা ভাবে অংশ নেয়। এছাড়াও পুনর্মিলনী অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেয়। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী গুইমারা উচ্চ বিদ্যালয়ে প্রথম বারের মত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব উদযাপন হয়েছে। শুক্রবার সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে পুনর্মিলনী উৎসব শুরু হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সোলস্ এর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

আরও পড়ুন