খাগড়াছড়ি জেলা বারের দুই যুগ পূর্তি

NewsDetails_01

খাগড়াছড়ি জেলা বারের দুই যুগ পূর্তি
উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে পালিত হচ্ছে আইনজীবীদের সংগঠন জেলা বার এসোসিয়েশনের দুই যুগ পূর্তি অনুষ্ঠান। শুক্রবার সকালে জেলা বার এসোসিয়েশনের দুই যুগ পূর্তি উৎসব উপলক্ষে বারের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। শোভাযাত্রা শেষে বারের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বার এসোসিয়েশনের আহŸায়ক এ্যাডভোকেট আশুতোষ চাকমা। সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার প্রমুখ।
এর আগে, দুই যুগপূর্তি উপলক্ষে জেলা বার এসোসিয়েশন এর উদ্যোগে প্রকাশিত “গিরি নির্ঝর” প্রকাশনার মোড়ক উন্মেচন করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

আরও পড়ুন