খাগড়াছড়িতে ২৩১ ঘনফুট কাঠ জব্দ করেছে বিজিবি

NewsDetails_01

খাগড়াছড়িতে জব্দ করা ২৩১ ঘনফুট কাঠ
খাগড়াছড়ির বিভিন্ন বনাঞ্চল থেকে অবৈধভাবে মজুদ করা ২৩১ ঘনফুট সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ৩২ ব্যাটলিয়ন। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সদর রেঞ্জে জব্দকৃত কাঠ হস্তান্তর করেছে ৩২ বিজিবি কর্তৃপক্ষ। এঘটনায় সংশ্লিষ্ট থানায় বিজিবি বন আইনে একটি মামলা দায়ের করেছে।
৩২ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল সংরক্ষণে বিজিবিকে দায়িত্ব দেয়ার পর থেকে বিভিন্ন সময়ে অভিযান চালানো হচ্ছে কাঠ পাচারকারী চক্রের বিরুদ্ধে। এর অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর এলাকায় অভিযান চালিয়ে একটি স’মিলের পাশের মাঠ থেকে পরিত্যক্তাবস্থায় ১৫০ পিস সেগুন ও ২৫ পিস গামারী কাঠ জব্দ করা হয়।
খাগড়াছড়ি সদর রেঞ্জের বন কর্মকর্তা বাবু রাম চাকমা জানান, বিজিবির পক্ষ থেকে ২৩১ ঘনফুট সেগুন ও গামারী কাঠ বন বিভাগকে হস্তান্তর করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা।

আরও পড়ুন