খাগড়াছড়িতে বিএনপিপন্থী আইনজীবীদের মানববন্ধন

NewsDetails_01

খাগড়াছড়িতে বিএনপিপন্থী আইনজীবীদের মানববন্ধন
প্রধান বিচারপতি এস কে সিনহাকে জোরপূর্বক ছুটিতে পাঠানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। রোববার খাগড়াছড়ি জেলা বারের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহা একজন ন্যায় বিচারক হওয়ায় তাঁর স্বাক্ষর জাল করে জোরপূর্বক ছুটিতে পাঠানো হয়েছে। অবৈধ সরকার যদি রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের বিচারকের এই হাল করতে পারে বিচার বিভাগ কতটুকু স্বাধীন তা প্রকাশের অবকাশ রাখে না। অবিলম্বে এস কে সিনহাকে প্রধান বিচারপতির আসনে বহাল করার অনুরোধ করেন বক্তারা। সমিতিরি সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এডভোকেট মালেক মিন্ট।
মানববন্ধনে খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট আব্দুল মালেক মিন্টু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রিপল চাকমা ও সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম সহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন