খাগড়াছড়িতে বাঙালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

NewsDetails_01

খাগড়াছড়িতে বাঙালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি
খাগড়াছড়িতে নানা আয়োজনে পার্বত্য চট্টগ্রাম বাঙালী ছাত্র পরিষদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন হল চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাকারীরা শহরের শাপলা চত্বর প্রদক্ষিণ করে টাউন হলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মজিদ বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালী জাতিগোষ্ঠী সর্বক্ষেত্রে বঞ্চিত। পার্বত্য চট্টগ্রাম স্বাধীন বাংলাদেশের অংশ হলেও পাহাড়ে দ্বৈত আইনের কারণে বাঙালীরা বঞ্চিত হচ্ছে। অবিলম্বে বিতর্কিত পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন সংশোধনসহ বাঙালীদের স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিলের দাবি জানান তিনি।

আরও পড়ুন