খাগড়াছড়িতে নদীতে ফুল ভাসিয়ে বৈসাবি উৎসব শুরু

NewsDetails_01

খাগড়াছড়িতে শুরু হয়েছে বৈসাবির মূল আনুষ্ঠানিকতা। বুধবার ভোরে চেঙ্গী নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব শুরু হয়েছে। ফুল ভাসানোকে চাকমারা ফুলবিজু হিসেবে পালন করে। পূর্বাাকাশে সূর্যোদয়ের পূর্বে জেলা সদরের চেঙ্গী নদী পাড়ে চাকমা তরুণ-তরুণী, নর-নারী ও শিশু কিশোরা ফুল নিয়ে জলদেবতাকে পূজা করার উদ্দ্যেশে ফুল ভাসায়। এছাড়া জেলার অন্যান্য উপজেলাগুলোতে ফুল বিজু উদযাপনের খবর পাওয়া গেছে। ফুল ভাসানো শেষে চলছে ঘরবাড়ির সাজসজ্জা ও অতিথি আপ্যায়নের প্রস্তুতি।

আরও পড়ুন