খাগড়াছড়িতে জেএসএস এর বিক্ষোভ : মামলা প্রত্যাহারের দাবি

NewsDetails_01

খাগড়াছড়িতে জেএসএস এর বিক্ষোভ
খাগড়াছড়িতে ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা হত্যাকান্ডের ঘটনায় জেএসএস এমএন লারমা গ্রুপের নেতাকর্মীদের আসামী করে মামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জেএসএস খাগড়াছড়ি সদর থানা শাখা। শুক্রবার বিকেল ৩টায় জেলা সদরের মহাজনপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে চেঙ্গী স্কোয়ারে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে জেএসএস এমএন লারমা গ্রুপ খাগড়াছড়ি শাখার দপ্তর সম্পাদক অমর সিং চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমেধ চাকমা ও সহ সাধারণ সম্পাদক দীপন চাকমা বক্তব্য রাখেন। বক্তারা, মিঠুন চাকমা হত্যাকান্ডে জেএসএস এমএন লারমা গ্রুপের নেতাদের সম্পৃক্ত করে হয়রানির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিঁয়ারী দেয়া হয় সমাবেশ থেকে।
গত ৩ জানুয়ারী খাগড়াছড়ি সদর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে খুন হন ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা। এঘটনায় খাগড়াছড়ি সদর থানায় দুইটি হত্যা মামলা দায়ের হয়েছে। হত্যাকান্ডে কারন উদঘাটনে পুলিশ তদন্ত করছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন