ইতি চাকমার হত্যাকারীদের ফাঁসির দাবিতে খাগড়াছড়িতে পিবিসিপি’র বিক্ষোভ

NewsDetails_01

খাগড়াছড়িতে পিবিসিপি’র বিক্ষোভে পুলিশ চেঙ্গী স্কোয়ার এলাকায় বাধা দেয়
খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী ইতি চাকমার হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ(পিবিসিপি) একাংশ। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ থেকে মিছিল নিয়ে শাপলা চত্বরের দিকে যেতে চাইলে পুলিশ চেঙ্গী স্কোয়ার এলাকায় বাধা দেয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, পিবিসিপি খাগড়াছড়ি শাখা একাংশের সভাপতি মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। বক্তারা, অবিলম্বে ইতি চাকমার পালিয়ে থাকা খুনীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি প্রদানের আহব্বান জানান। এছাড়া সম্প্রতি সময়ে বিভিন্ন হত্যাকাÐের সুষ্ঠু বিচার দাবি করেন।
প্রসঙ্গত, প্রেমে ব্যর্থ হয়ে তার সাবেক প্রেমিক গত ২৭ ফেব্রুয়ারি রাতে জেলা শহরের আরামবাগ এলাকায় গলাকেটে হত্যা করা হয় কলেজ ছাত্রী ইতি চাকমাকে। প্রায় ৭ মাস পর গত ১০ সেপ্টেম্বর খাগড়াছড়ি থেকে তুষার চাকমা নামে এক হত্যাকারীরা গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আমলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে আসামী।

আরও পড়ুন