শান্তি চুক্তির দুই দশক পূর্তিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

NewsDetails_01

খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির দুই দশক পূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে চুক্তি স্বাক্ষরের দুই দশক পূর্তি উপলক্ষে কেক কেটে ও বেলুন উড়িয়ে দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি সদর সেনা রিজিয়নের কমান্ডার ব্রি: জেনারেল সাজ্জাদ মাহমুদ, জেলা প্রশাস মো: রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খানসহ সামরিক বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার ও শাপলা চত্বর প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। খাগড়াছড়িতে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠী নিজস্ব পোশাক পরিচ্ছদ পরে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। কাল পবিত্র ঈদুল মিলাদুন্নবী হওয়ায় সংস্কৃতিক মন্ত্রণালয়ের নির্দেশে একদিন আগেই পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই দশক পূর্তির শোভাযাত্রা একদিন আগে উদযাপন করা হচ্ছে। আজ সন্ধ্যায় খাগড়াছড়ি স্টেডিয়ামে স্থানীয় ও দেশের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে চুক্তি স্বাক্ষর করে দীর্ঘ ২ যুগের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটায় তৎকালীন আওয়ামীলীগ সরকার।

আরও পড়ুন