রামগড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

NewsDetails_01

%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-1খাগড়াছড়ি রামগড়ে পানিতে ডুবে দুই কন্যা শিশু মারা গেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকাইয়া কলোনি নামক এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা হলো রামগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঢাকাইয়া কলোনী পাড়ার বাসিন্দা ও চা দোকানদার আবুল হাশেমের শিশু কন্যা আকলিম সুলতানা (৮) ও মোহাম্মদ ইউনুছের মেয়ে নাদিয়া ফেরদৌস আফরিন (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে তারা তাদের বাড়ির অদূরে অবস্থিত জলাশয়ে গোসল করতে গিয়ে দুই শিশু জলাশয়ের গভীরে তলিয়ে গেলে তাদের অপরসঙ্গী আঁখি তাদের মা-বাবাকে খবর দেয়।

NewsDetails_03

পরে স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা জলাশয়ে দীর্ঘক্ষণ খোঁজা-খুজির পর পানির নীচে ডুবন্ত অবস্থায় প্রথমে নাদিয়া ফেরদৌস আফরিন এবং পরে আকলিমা সুলতানাকে উদ্ধার করে। পরে তাদেরকে অচেতন অবস্থায় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এদিকে একসাথে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা হাসপাতালে ছুটে আসে। এ সময় নিহত দুই শিশুর স্বজনদের আহাজারীতে হাসপাতালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাইন উদ্দিন খান বলেন, এ ব্যাপারে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন