মহান মুক্তিযুদ্ধে রামগড়ের ভুমিকা ছিল গুরুত্বপূর্ণ : পার্বত্য সচিব

NewsDetails_01

যুব প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন করেছেন নব বিক্রম কিশোর ত্রিপুরা
খাগড়াছড়ি রামগড়ের অতীত ইতিহাস আর অর্জন ধরে রাখতে যুব সমাজকেই অগ্রনী ভূমিকা রাখার পরামর্শ দিয়ে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এন ডি সি বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ১নং সেক্টরের আওতাধীন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অবস্থিত পার্বত্য অঞ্চলে রামগড় ছিল অত্যাধিক গুরুত্বপূর্ণ সেক্টর । আজকের বিজিবির জন্মস্থান এ রামগড়েই।

শুক্রবার বিকালে রামগড়ে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ত্রিপুরা যুব কল্যাণ সমিতি’র যুব প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

NewsDetails_03

ত্রিপুরা যুব কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রতন বৈষ্ণব ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, প্রধান অতিথির সহর্ধমিনী লেখক ও শিল্পী মিসেস অনামিকা ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদার প্রমুখ।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার আল- মামুন মিয়া, সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) কাজী হুমায়ুন রশিদ, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা, রামগড় থানার ওসি মো. মাইন উদ্দিন খাঁন ও নারী প্রতিনিধির জলসা ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন ।

এসময় সংগঠনের সদস্য ছাড়াও হেডম্যান- কার্বারী, জন-প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন