ধর্মের বহুমাত্রিকতা পার্বত্য চট্টগ্রামের অনন্য সৌন্দর্য : রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়

NewsDetails_01

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১নংনোয়াপাড়া লুরি বৌদ্ধ বিহারে ৬১তম দানোত্তম ত্রি চীবর দান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়
“ধর্মের বহুমাত্রিকতা থাকা খারাপ কিছু নয়। বহুমাত্রিকতা আমার চাকমা জাত এবং বৌদ্ধ ধর্মের সুন্দর। ধর্মের নামে মারামারি করাও মঙ্গলজনক নয়। আমরা চাকমা, আমরা মারমা, আমরা সবাই এক জাত। এ বিশ্বাস সবার মধ্যে থাকতে হবে। কিছু বিশ্বাস দেবদেবীর মধ্যেও আছে, প্রকৃতির মধ্যেও আছে। যা আমাদের বর্তমান সময়েও মঙ্গলজন। তাদের প্রতিও আমাদের আন্তরিকতা থাকতে হবে।” রোববার খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ১নংনোয়াপাড়া লুরি বৌদ্ধ বিহারে ৬১তম দানোত্তম ত্রি চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে ১নং নোয়াপাড়া লুরি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি জীবন শান্তি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধর্মগুরু প্রজ্ঞাবংশ লুরি, দেবতিষ্য লুরি, উপজেলা ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জণ চাকমা, দীঘিনালা মৌজার হেডম্যান প্রান্তর চাকমা, পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ ফেডারেশনের সহ-সভাপতি আনন্দ মোহন চাকমা প্রমূখ। এর আগে বুদ্ধপতাকা উত্তোলন গঙ্গায় মূর্তি স্নান, অষ্টপরিস্কার দান, বুদ্ধ পূজা উৎসর্গ, ত্রি চীবর আনয়ন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন