ঠোঁট কাটা ও দগ্ধদের পাশে খাগড়াছড়ি রিজিয়ন

NewsDetails_01

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ঠোঁট কাটা ও দগ্ধ রোগীদের অপারেশনের লক্ষ্যে তিনদিন ব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি খাগড়াছড়িতে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে ঠোঁট কাটা ও দগ্ধ রোগীদের চিহ্নিত করে অপারেশন করা হবে।
খাগড়াছড়ি রিজিয়নের এই আয়োজনে সার্বিক ভাবে সহযোগীতার হাত বাড়িয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ, খাগড়াছড়ি সেনানিবাসের ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স, খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয় ও পার্বত্য চট্টগ্রাম রিসার্চ ফাউন্ডেশন।
রিজিয়ন থেকে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বিধানের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক অধিকার নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের সমাজের চারপাশে থাকা ঠোঁট কাটা ও দগ্ধ রোগীদের নতুন জীবনধারা ফিরিয়ে দিতে এমন উদ্যোগ।

আরও পড়ুন