খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন আজ

NewsDetails_01

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনের প্রার্থীরা
খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনের প্রার্থীরা
খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন আজ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা কাঙ্খিত জয়ের লক্ষ্যে শুক্রবার মধ্যরাত পর্যন্ত প্রচারনায় ব্যস্ত সময় পার করে প্রার্থীরা। প্রার্থীদের প্রচারনায় নতুনমাত্রা যোগ করেছে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক।

নানা কারণে অত্যন্ত গুরুত্বপুর্ণ এ নির্বাচনকে ঘিরে রেড ক্রিসেন্ট সোসাইটির বাইরেও সুশীল সমাজ আর রাজনীতিকদের যেন আগ্রহের কোন কমতি নেই। সকলেরই দৃষ্টি নির্বাচনের দিকে। ভোটারসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে কথা বলে নেতৃত্বে পরিবর্তনের ঈঙ্গিত পাওয়া গেছে। নতুন নেতৃত্বের প্রত্যাশায় একটি ভোরের অপেক্ষায় যেন প্রহর গুনছে প্রার্থীসহ তাদের সমর্থকরা।

NewsDetails_03

ভাইস চেয়ারম্যান পদে পরিবর্তনের সম্ভাবনা প্রকট হলেও সাধারন সম্পাদক পদে পরিবর্তনের সম্ভনাকে নাকচ করে দিয়েছেন ভোটাররা। ভাইস চেয়ারম্যান পদে দুই সাংবাদিকের লড়াই উপভোগ্য হয়ে উঠেছে। কার্যনির্বাহী সদস্য পদে ১১ প্রার্থীর অনেককেই চিনেননা ভোটররা। কার্যনির্বাহী সদস্য পদে প্রথম বারের প্রার্থী হয়ে প্রচারনায় এগিয়ে রয়েছেন বাংলাভিশনের খাগড়াছড়ি প্রতিনিধি এইচ এম প্রফুল্ল ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়া।

নিজ নিজ জয়ের জন্য আশাবাদি এ দুই পেশাদার সাংবাদিক জয়ী হয়ে চমক সৃষ্টি করার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেদেরকে সম্পৃক্ত করতে চান। নির্বাচিত হলে রেড ক্রিসেন্ট সোসাইটিকে সার্বজনীনন প্রতিষ্ঠানে পরিনত করবেন বলেও জানান এ প্রতিনিধিকে।

খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে দুইজন, কার্যনির্বাহী সদস্যের পাঁচটি পদে ১১জন প্রতিদ্বন্ধিতা করছেন। খাগড়াছড়ি জেলা রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে ৭‘শ ৭৭জন ভোটার নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য মো: দুলাল হোসেন।

আরও পড়ুন