খাগড়াছড়ির পৌর মেয়রসহ ৫৭ জনের জামিন

NewsDetails_01

খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম
খাগড়াছড়িতে আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমসহ ৫৭ জনকে জামিন দিয়েছে আদালত।
সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে স্ব-শরীরে উপস্থিত হয়ে ৫৮জনের জামিনের আবেদন জানালে আদালত ৫৭ জনের জামিন মঞ্জুর করেন। এসময় আগে থেকে আটক দেলোয়ারের জামিন নামঞ্জুর করে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
গত ৩১ অক্টোবর খাগড়াছড়িতে উপজেলা শ্রমিক লীগের আহব্বায়ক বেলাল হোসেনের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বের করা পাল্টাপাল্টি মিছিলের সময় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলায় খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমকে প্রধান ও তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলমসহ ৬৫জনের নাম উল্লেখ করে আরো দেড় শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।

আরও পড়ুন