খাগড়াছড়ির গুইমারার ৩ ইউনিয়নে ভোট গ্রহণ ৩১ অক্টোবর

NewsDetails_01

%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9fখাগড়াছড়ির ৩৩ ইউনিয়নের ভোট গ্রহনের পর আগামী ৩১ অক্টোবর নির্বাচনের দিনক্ষন ঠিক করে খাগড়াছড়ির গুইমারা উপজেলার তিন ইউনিয়নের তফসীল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মো: নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২) ফরহাদ আহম্মদ খাঁন স্বাক্ষরিত তফসীল অনুযায়ী খাগড়াছড়ির নবগঠিত গুইমারা উপজেলার গুইমারা সদর, হাফছড়ি ও সিন্ধুকছড়ি এ তিন ইউনিয়ন নিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩১ অক্টোবর।

NewsDetails_03

ঘোষিত তফসীল অনুযায়ী গুইমারার ৩ ইউনিয়নে মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর, বাছাই ৭ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ অক্টোবর এবং ভোট গ্রহণ ৩১ অক্টোবর।

গুইমারা উপজেলার গুইমারা সদর ইউনিয়নে ৯ হাজার ৫‘ম ৭২জন, সিন্ধুকছড়ি ইউনিয়নে ৪ হাজার ৫‘শ ৬৯ জন এবং হাফছড়ি ইউনিয়নে ১৩ হাজার ৬‘শ ৪৪ জন ভোটার পরবর্তী মেয়াদের জন্য তাদের নতুন অভিভাবক নির্বাচিত করবেন।

আরও পড়ুন