খাগড়াছড়িতে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

NewsDetails_01

খাগড়াছড়িতে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
সরকারি পে স্কেলের ৭ম গ্রেডের সমপরিমাণ বেতন ভাতা নির্ধারণ, পার্বত্য চট্টগ্রামে কর্মরতদের জন্য পার্বত্য ভাতা প্রদানসহ ৬ দফা দাবিতে সারাদেশের মতো খাগড়াছড়িতে মানববন্ধন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভরা। রোববার বেলা ১০টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন(ফারিয়া) খাগড়াছড়ি শাখার ব্যানারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে স্বাগত বক্তব্যে ফারিয়া খাগড়াছড়ি শাখার উপদেষ্টা হুমায়ুন কবীর বলেন, কোম্পানীর স্বার্থে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভরা হাড় ভাঙ্গা পরিশ্রম করেও তাদের ন্যায্য মজুরি পায় না। কোম্পানীর শীর্ষ স্থানীয়দের মন রক্ষা করতে ব্যর্থ হলে কথায় কথায় চাকরীচ্যুতসহ বিভিন্ন শাস্তি দেয়া হয়। বর্তমান মূল্যস্ফূীতির বাজারে সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে ৭ম গ্রেডের সমপরিমাণ বেতন নির্ধারণ, চাকরী নিশ্চিয়তা বিধান, তিন পার্বত্য জেলায় কর্মরতদের পার্বত্য ভাতাসহ ৬দফা দাবি দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। ফারিয়া খাগড়াছড়ি শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রবিন কান্তি চাকমা, সদস্য মাচেং ত্রিপুরা বক্তব্য রাখেন। মানববন্ধনে পানছড়ি, দীঘিনালা ও মাটিরাঙা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করে।

আরও পড়ুন