খাগড়াছড়িতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের কার্যক্রম উদ্বোধন

NewsDetails_01

খাগড়াছড়ি সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের উদ্বোধন করেন খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান
খাগড়াছড়ি পুলিশের উদ্যোগে সদর মডেল থানায় চালু হয়েছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল। বুধবার বিকেল সাড়ে ৩টায় খাগড়াছড়ি সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের উদ্বোধন করেন খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলে অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান ও সাব ইন্সপেক্টর(এসআই) আব্দুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুপার আলী আহমদ খান জানান, একজন পুলিশ পরিদর্শক, তিন জন উপ পরিদর্শকসহ ১৪ জন পুলিশ ও একজন নারী এনজিও কর্মীর সমন্বয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল নিষ্পত্তি ও সমাধানযোগ্য সমাধানগুলো সুরাহার কাজ করবে। নিষ্পত্তিযোগ্য না হলে থানা বা আদালতের মাধ্যমে তাদের আইনী সহায়তা প্রদান করা হবে।

আরও পড়ুন