খাগড়াছড়িতে নারী ইউপি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

NewsDetails_01

খাগড়াছড়িতে নারী ইউপি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ি এর উদ্যোগে জেলা সদরের পাঁচ ইউনিয়নের ১৩ নারী সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ¯øুইচগেইটস্থ সনাক কার্যালয়ে নারী সদস্যদের দায়িত্ব ও কর্তব্যের উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার মো: ইমরান হোসেন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সনাক খাগড়াছড়ির সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা। বিকেলে প্রশিক্ষণ কর্মশালার মূল্যয়ন ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিন।
কর্মশালায় নারী সদস্যদের মাসিক সভা, ওয়ার্ড সভা, স্থায়ী কমিটি, বাজেট প্রণয়ন, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে অংশগ্রহণসহ নারী ক্ষমতায়নের উপর প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার মো: মেহেদী হাসান ও এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান আকন্দ।

আরও পড়ুন