খাগড়াছড়িতে টিএসএফ’র রজতজয়ন্তী উৎসব পালিত

NewsDetails_01

খাগড়াছড়িতে টিএসএফ’র রজতজয়ন্তী উৎসব পালিত
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হচ্ছে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের(টিএসএফ) রজতজয়ন্তী উৎসব। শনিবার বেলা ১১টায় খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা: লক্ষী ধন ত্রিপুরাসহ ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরাসহ সম্প্রদায়ের সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রজতজয়ন্তী উৎসব উপলক্ষে পৌর টাউন হল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরা করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াপুর মাঠে গিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন শোভাযাত্রাকারীরা।
বক্তারা, পার্বত্য চট্টগ্রামসহ অবিভক্ত বাংলায় ত্রিপুরা জাতিগোষ্ঠীর গৌরবময় ইতিহাস তুলে ধরেন। জাতিগোষ্ঠীর অস্তিত্ব ধরে রাখতে শিক্ষার বিকল্প নাই বলে উল্লেখ করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। ১৯৯২ সালের আজকের এইদিনে ত্রিপুরা শিক্ষার্থীরা ঐক্য, শিক্ষা, প্রগতি স্লোগানে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম গঠন করে।

আরও পড়ুন