জাতীয় সংসদ ভবন
প্রথম দিনের কার্যক্রম: প্রথম দিনের অধিবেশনে সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব উত্থাপনের পর প্রশ্নোত্তর পর্ব অনু্ষ্ঠিত হবে। এ দিন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, মহিলা ও শিশু এবং বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর রয়েছে। এছাড়া রাষ্ট্রপতি জারিকৃত জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি নিষ্পত্তি কমিশন অধ্যাদেশ উপস্থাপিত হবে। প্রথমদিনে দুটি বিল উঠবে সংসদে। বিল দুটি হলো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল ও বাস র্যাপিড ট্র্যানজিট (বিআরটি) বিল। সূত্র- বাংলা ট্রিবিউন।
Site Powered By DigitB