গরম দুধ দূর করবে পাকা ব্রণ !

NewsDetails_01

Teen girl with problem skin look at pimple with magnifying glassব্রণ পেকে গেলে ব্যথা হয় এবং সেই ব্রণ নখ দিয়ে খুঁটলে মুখে দাগ পড়ে যায়। যাঁরা ব্রণের ভুক্তভোগী, এই কষ্ট কেবল তাঁরাই বুঝবেন। একটি প্রাকৃতিক উপাদান রয়েছে, যা এই সমস্যার পুরোপুরি সমাধান করতে পারে, আর তা হলো গরম দুধ। এর সঙ্গে অবশ্য আরো দুটি উপাদান লবণ ও পাউরুটি মেশাতে হবে, যাতে এর কার্যক্ষমতা বেড়ে যায়। এই তিনটি উপাদান দিয়ে কীভাবে পাকা ব্রণের সমস্যা দূর করা যায়, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ড স্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে।

একনজরে চোখ বুলিয়ে নিন:

প্রথম ধাপ
প্রথমে অল্প আঁচে এক কাপ দুধ গরম করুন। এবার চুলা বন্ধ করে দিন। রুমের তাপমাত্রায় দুধ ঠান্ডা করুন।

দ্বিতীয় ধাপ
গরম করা দুধ ঠান্ডা হলে এর মধ্যে তিন চা চামচ লবণ দিন।

NewsDetails_03

তৃতীয় ধাপ
এবার এর মধ্যে ছোট ছোট টুকরো করা পাউরুটি দিন।

চতুর্থ ধাপ
পাউরুটি দুধের সঙ্গে এমনভাবে মেশান, যাতে ঘন মিশ্রণ তৈরি হয়।

পঞ্চম ধাপ
এরপর যে ব্রণগুলো পেকে গেছে, সেগুলোর ওপর বেশি করে এই মিশ্রণ লাগান।

ষষ্ঠ ধাপ
৩০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে না ধুয়ে এর ওপর আবারও এই মিশ্রণ দিন। এভাবে একই দিনে কয়েকবার এই মিশ্রণ ব্রণের ওপর লাগান।

সপ্তম ধাপ

এবার মুখ না ধুয়ে সারা রাত রেখে দিন। দেখবেন, সকালের মধ্যে আপনার ব্রণ শুকিয়ে যাবে।

আরও পড়ুন