আবার আসছে ‘আলিফ লায়লা’

NewsDetails_01

hএক সময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘আলিফ লায়লা’ ফের আসছে। আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘আলিফ লায়লা’ আবারও দেখা যাবে জিটিভি’তে। আগামী নভেম্বর থেকে এটি প্রচার করবে বলে নিশ্চিত করেছে চ্যানেল কর্তৃপক্ষ। বিটিভি ও একুশে টেলিভিশনের পর দেশের তৃতীয় চ্যানেল হিসেবে এটি সম্প্রচার করতে যাচ্ছে জিটিভি। তারা জানায়, ভারতীয় প্রতিষ্ঠান সাগর ফিল্মস প্রাইভেট লিমিটেডের পুরনো সে সিরিজটিই প্রচার করবে জিটিভি। সপ্তাহে একাধিক দিন এটি প্রচার হবে।
আলিফ লায়লা ইসলামী সভ্যতার অন্যতম একটি সাহিত্য নিদর্শন। খলিফা হারুন আর রশীদের খিলাফতকালে রাজধানী বাগদাদের বিখ্যাত সাহিত্যিকরা লেখেন এই কাহিনি। যা পরবর্তীতে ‘আরব্য রজনী’ নামে সারাবিশ্বে খ্যাতি অর্জন করে। এই সিরিজের প্রধান গল্প ও চরিত্রগুলোর মধ্যে রয়েছে- আলাদিনের জাদুর চেরাগ, আলী বাবা ও চল্লিশ চোর, আল্লাহর উপর আস্থাবান সাহসী নাবিক সিন্দবাদের যাত্রা, সাহসী যুবক জালাল তালেবর, অত্যাচারী ডাকাত কেহেরমান এবং মায়াময়ী জাদুকরী মালিকা হামিরার কাহিনি। সূত্র-বাংলা ট্রিবিউন

আরও পড়ুন