বান্দরবানে নজরুলের ৪০তম মৃত্যুবার্ষিকী উদযাপন

NewsDetails_01

Nagrul Program Picture 30 August 216বান্দরবানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রবন্ধ পাঠ ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে । মঙ্গলবার সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসন ও বান্দরবান শিশু একাডেমীর আয়োজনে জেলা শিশু একাডেমীর হল রুমে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয় । অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপত্বিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ।
এসময় অন্যান্যদের মধ্যে সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী ,সহকারী কমিশনার গোলাম মোর্শেদ,সহকারী কমিশনার নাহিদা আক্তার তানিয়া ,বান্দরবান সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবুল কাশেম, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী অনেকে উপস্থিত ছিলেন।এসময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন ও ভবিষৎ প্রজন্মকে আগামী দিনের সুন্দর পরিবেশে বেড়ে ওঠতে জাতীয় কবির উল্লেখযোগ্য অবদান সমূহকে চিরস্মরনীয় করে রাখার আহবান ও জানান।

আরও পড়ুন