সেই হাকিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর

NewsDetails_01

বান্দরবানের ক্যাচিংঘাটা থেকে গ্রেফতারকৃত মোঃ হাকিম
বান্দরবানের ক্যাচিংঘাটা থেকে গ্রেফতারকৃত মোঃ হাকিম
বান্দরবানে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর ছবি বিকৃতি করে ফেইসবুকে পোষ্ট করার অপরাধে গ্রেফতারকৃত মোঃ হাকিম নামে (২৭) এর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তথ্য প্রযুক্তি আইনের ৫৭ এর ২ ধারায় দায়ের করা মামলায় সোমবার এ রিমান্ড মঞ্জুর করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত।
গ্রেফতারকৃত হাকিম জেলা শহরের ছাইঙ্গ্যা দানেশ পাড়ার মো: রফিকের ছোট ছেলে। সে কেচিংঘাটা এলাকায় মোবাইল রিচার্জের ব্যবসায়ী বলে জানা গেছে। গত বৃহস্পতিবার সকালে শহরের ক্যাচিংঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করে বান্দরবান সদর থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, আটককৃত হাকিম বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্কুল শিক্ষিকাসহ জেলা শহরের বিশিষ্ট জনের ছবি দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের পাশাপাশি বৃহষ্পতিবার সকালে তার ফেইসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল ছবি পোষ্ট করায় পুলিশ তাকে আটক করে।
বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক মোঃ শাহ আলম পাহাড়বার্তাকে বলেন, আমি পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিলাম, তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে ।

আরও পড়ুন