লামায় মদ গাঁজাসহ নারী আটক

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় চোলাই মদ ও গাঁজাসহ গীতা রাণী শীল (৫৬) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার আজিজনগর ইউনিয়নের হেডম্যান পাড়া থেকে ১৪ লিটার মদ ও ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক গীতা রাণী শীল হেডম্যান পাড়ার বাসিন্দা মৃত অরুপ কান্তি শীলের স্ত্রী।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গীতা রাণী শীল এলাকায় মদ ও গাঁজার ব্যবসা করে আসছে, এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে স্থানীয় পুলিশ ক্যাম্প ইনচার্জ ফরিদুল আলমের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা তার বসতঘরে তল্লাশী চালিয়ে দেশিয় তৈরি চোলাই মদ ও ১ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় মদ ও গাঁজা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে গীতা রাণী শীলকে আটক করেন তারা। পরে আটককৃতকে লামা থানায় সোপর্দ করে আজিজনগর পুলিশ।
মদ ও গাঁজাসহ এক নারীকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, আটক গীতা রানী শীলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন